২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:০২:৪৮ অপরাহ্ন
বাড়তে পারে তাপমাত্রা, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৩
বাড়তে পারে তাপমাত্রা, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।


আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় বান্দরবানে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।


আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে চলাচল করছে। অস্থায়ী দমকায় যার বেগ ৩০-৪০ কিলোমিটার।


পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার অবস্থায় সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।


শেয়ার করুন