০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৭:০০ অপরাহ্ন
পত্নীতলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপিন ও পুরস্কার বিতরণ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৩
পত্নীতলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপিন ও পুরস্কার বিতরণ

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপিনি খেলা  উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মুনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, ফাতেমা জিন্নাহ ঝরনা, উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরে অফিসার, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সূধীজন প্রমুখ।


বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বরইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পদ্মপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সন্তোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চকনিরখিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়।  শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে কাপ পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন