২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:১৪:৩০ অপরাহ্ন
সিংড়ায় যুবলীগ সভাপতি লাবু গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৪
সিংড়ায় যুবলীগ সভাপতি লাবু গ্রেফতার

বিএনপির পদযাত্রায় হামলা ও মারধর মামলায় নাটোরের সিংড়া পৌর যুবলীগের সভাপতি জনি হাসান ওরফে লাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


গ্রেফতারকৃত অপরজন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ সদস্য সরফরাজ নেওয়াজ বাবু। 


বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন। 


এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়। গ্রেফতারকৃত দুজন অজ্ঞাতনামা আসামি বলে জানা গেছে।


সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। 


শেয়ার করুন