২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:০৭:৪১ পূর্বাহ্ন
রাজশাহীতে কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৫
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৪
রাজশাহীতে কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৮ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি মো: তাজবুল ইসলাম (৫২) ও আওয়ামীলীগ কর্মী মো: রাজেশ (৩০)। তাজবুল ইসলাম রাজশাহী মহানগরীর কাশিঙয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও রাজেশ কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের মৃত আ: গনি মনসুরের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন