যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়।
এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ‘সোয়াটিং’ অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।
দেশটির পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এনিয়ে ট্রাম্পের ট্রানজিশন দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন।
তিনি আরও বলেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কাজ করেছে। তবে কীভাবে এসব হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লেভিট।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রতিনিধি লি জেলডিন, যাকে ট্রাম্প পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান পদের জন্য বেছে নিয়েছেন, সেই জেলডিনও বুধবার বলেছেন তিনি ও তার পরিবারকে হুমকির নিশানা করা হয়েছে।
এই হুমকির বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প নিজেও একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন।