০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৪:২০:৪৩ পূর্বাহ্ন
সবুজ জ্বালানি-নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে সমাবেশ
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৫
সবুজ জ্বালানি-নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে সমাবেশ

সবুজ জ্বালানি-নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জীবাশ্ম জ্বালানি-নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি-নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে বৃহস্পতিবার নগরীর লালনশাহ মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের আয়োজনে গ্লোবাল রেড ক্যাম্পেইনের অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে তরুণ-যুবসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন।


সমাবেশে বলা হয়, সারা বিশ্বের ৯৯ ভাগ মানুষকে নিয়ন্ত্রণ করে পরিবেশবিনাশী কার্যক্রম চালিয়ে জলবায়ু পরিবর্তনকে বাড়িয়ে দিচ্ছে। ফলে স্থানীয় মানুষের সংস্কৃতি, সম্পদ হারিয়ে যাচ্ছে। তাঁরা বলেন, জীবাশ্ম জ্বালানি-নির্ভর খাদ্য ব্যবস্থা পরিবর্তন করে একটি সবুজ, টেকসই ও মানুষসহ অন্যান্য প্রাণবৈচিত্র্যভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। সমাবেশে আগামীতে জি-২০ সম্মেলনে বৈষম্য ও জলবায়ু ন্যায়ের প্রতি খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চল হতে বাংলাদেশের পক্ষে আহ্বান জানানো হয়।


সমাবেশে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চল ও বাংলাদেশের পক্ষে ধারণাপত্র পাঠ করেন বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। তিনি বৈশ্বিক জলবায়ু সম্মেলনসহ ধনী দেশগুলোর জি-২০ সম্মেলনে খাদ্য ও শক্তি ব্যবস্থার ওপর বর্তমান সমস্যা এবং পরিবেশবান্ধব, সমতাভিত্তিক খাদ্য ব্যবস্থার বিকল্প সমাধান নিয়ে আলোচনা ও দাবি করবেন। সমাবেশে তরুণ-যুব, কৃষক, পরিবেশবিদ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ এবং স্থানীয় নানা পেশার অধিবাসীগণ অংশগ্রহণ করবেন।


সমাবেশে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন কর্মী ওয়ালিউর রহমান বলেন, দিনে দিনে আমাদের প্রকৃতিকে বিনষ্ট করা হচ্ছে, আমাদের সংস্কৃতি ও খাদ্য ব্যবস্থা আমাদের মতো হওয়া দরকার। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল বলেন—যুবদের পক্ষে আমাদের দাবি আগামীতে একটি নিরাপদ পৃথিবী, যেখানে মানুষসহ সকল জীববৈচিত্র্য সুন্দরভাবে বেঁচে থাকবে। আদিবাসী যুব নারী সাবিত্রী হেমব্রম বলেন—জলবায়ু পরিবর্তনের কারণে আদিবাসীদের খাদ্য ব্যবস্থা এবং অধিকার সংকুচিত হচ্ছে, ধনী দেশগুলোকে এর ক্ষতিপূরণ দিতে হবে।


শেয়ার করুন