২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:২৭:৫১ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৮২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।


একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৭ জন।চলতি বছরে এখন পর্যন্ত ৯০ হাজার ৪৪০ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 


বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৮৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। 


এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২২১ জন, খুলনা বিভাগে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


শেয়ার করুন