ছোটপর্দায় বর্তমানে বেশ আলোচিত মুখ আরশ খান ও তাসনুভা তিশা। সম্প্রতি ‘অর্ধবৃত্ত’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন সাইদুল ইমন।
নাটকটিতে রয়েছে একটি ফোক গান। ‘মরারে মারবি কত’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ড ভোকালিস্ট ক্যাপ্টেন। মোহন আহমেদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন।
এ গান প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, ‘অর্ধবৃত্ত নাটক শুধু বিনোদন নয়, এতে রয়েছে শিক্ষনীয় একটি বার্তা। আমরা সচরাচর যেসব নাটক দেখি, তার থেকে এটি একেবারেই আলাদা। ছোটবেলায় শিক্ষনীয় নাটক দেখতাম, অর্ধবৃত্ত ঠিক তেমনি। গানটি করতে পেরে ভীষণ ভালো লেগেছে। গানের কথাগুলো দারুণ। আশা করছি, সব শ্রেণির মানুষের কাছে গানটি ভালো লাগবে।’
নাটক প্রসঙ্গে আরশ জানান, ‘কিছু গল্প থাকে মনে রাখার মতো। এটি তেমনই একটি নাটক।’ নির্মাতা জানিয়েছেন, নাটকটি শিগগিরই প্রচারে আসবে।