২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন
ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান বরখাস্ত
  • আপডেট করা হয়েছে : ০৫-১২-২০২৪
ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান বরখাস্ত

বুধবার (৪ ডিসেম্বর) উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এ নিষেধাজ্ঞা আরোপ করেন। খবর এনডিটিভির। 


প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার ওপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়।


আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। তবে আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী, গবাদি পশু জবাই, গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি, এমনকি পরিবহণ নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে।


আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমরা এর আগে ২০২১ সালে রাজ্য বিধানসভায় আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি।’


তিনি আরও বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা যাবে না। এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না।’


হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতরা (বৈষ্ণব মঠ) এর ৫ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে ২০২১ সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাস করা হয়।


আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে আইনে মন্দিরের ৫ কিলোমিটারের কথা বলা থাকলেও এখন সেটা অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’


আইন লঙ্ঘন করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং ৩ লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনিয়ম দুর্নীতির অভিযোগে সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহমেদ ভুইয়াকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরবার বিভাগের উপসচিব পলি করের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৯৪২/১(৭) স্মারকের ভিত্তিতে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।


জানা গেছে, উপজেলার ২নং সোহাগী ইউনিয়নের ১১ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব আনলে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯(৩) ধারা মোতাবেক উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশেষ সভার মাধ্যমে অনাস্থা প্রস্তাবটি ১১ সদস্যের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় তিনি জেলা প্রশাসককে পাঠান। 


পরে জেলা প্রশাসক ওই প্রতিবেদনটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। এর পরিপ্রেক্ষিতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। 


এ ব্যাপারে বুধবার উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সঙ্গে কথা হলে তিনি চেয়ারম্যান পদটি শূন্য হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন