২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১০:৪১:৪৫ অপরাহ্ন
নতুন দলের নাম নিয়ে যা জানাল জাতীয় নাগরিক কমিটি
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
নতুন দলের নাম নিয়ে যা জানাল জাতীয় নাগরিক কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত দলটির নাম সঠিক নয়।


আজ শনিবার এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।


তিনি বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম “জনশক্তি”, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।’


আগামী এক-দুই মাসের মধ্যে নতুন এই রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


শেয়ার করুন