২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:২১:৩০ পূর্বাহ্ন
প্রতিশোধের নেশায় বাংলাদেশ, ফাইনালে আবারও সেই ভারত
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৪
প্রতিশোধের নেশায় বাংলাদেশ, ফাইনালে আবারও সেই ভারত

পাঁচ বছর আগের ঘটনা, ২০১৯ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া যুব এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো উঠেছিল বাংলাদেশ। চোখেমুখে ছিল প্রথম শিরোপা স্বপ্ন। থাকবেই বা না কেন, ঐ আসরে পুরোটাই দুর্দান্ত কেটেছিল টাইগারদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জয়ের হিসেবে আফগানিস্তানকে পেছনে ফেলে তীব্র আত্মবিশ্বাসী ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।


তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আর আসরের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ভারতকে হারাতে পারেনি তারা। জয়ের খুব কাছাকাছি গিয়েও আকবর আলীর দল হেরেছিল ৫ রানের ব্যবধানে। এইবার সেই ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আজিজুল হাকিম তামিম বাহিনীর সামনে। কেননা চলমান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি বাংলাদেশ-ভারত। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শিরোপা নির্ধারণীর ম্যাচটি।


যুব এশিয়া কাপের সবশেষ ১০ আসরের মধ্যে ৭ বার এককভাবে ও একবার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। এবারও রয়েছে দারুণ ছন্দে, বলা যায় ফাইনালে ফেবারিট হিসেবই থাকবে তারা। তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশও। কেননা বর্তমান চ্যাম্পিয়ন টাইগাররাই। ২০১৯ সালে শিরোপা হাতছাড়া হলেও গেল বছর মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু তাই নয়, ভারতকে সেমিফাইনাল থেকেই বিদায় করে তারাই। এবারও বাংলাদেশ শুরু থেকেই খেলছে দুর্দান্ত।


এছাড়া চলতি আসরে ভারত নিজেদের চার ম্যাচের মধ্যে হেরেছে একটি ম্যাচে। সেটিও পাকিস্তানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে। সেই পাকিস্তানকেই গতকাল দাপটের সঙ্গে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে যুবা টাইগাররা। ফাইনালে ভারতের চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বিতা করবে তা আগে থেকেই ধারণা করা যায়।


শুক্রবার চলমান যুব এশিয়া কাপের দুই সেমিফাইনালে মুখোমুখি হয় চার দল। যেখানে ভারত ৭ উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে, অন্যদিকে একই ব্যবধানে বাংলাদেশ হারায় পাকিস্তানকে। ম্যাচ শেষে বিসিবির এক ভিডিও বার্তায় অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, 'ম্যাচ জিতে ভালো লাগছে। শুরুতে টস জেতা থেকে পুরো ম্যাচটাই ছিল আমাদের নিয়ন্ত্রণে। আমাদের বোলাররা বেশ ভালো করেছে বিশেষ করে ইমন, মারুফসহ যারা আছে সবাই। তাতে অল্পতেই পাকিস্তানকে আটকানো গিয়েছে।'


এ সময় গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদেরে যে পরিকল্পনা ছিল তা জানিয়ে অধিনায়ক বলেন, 'ওদের (সতীর্থদের) প্রতি বার্তাই (অধিনায়কের) ছিল যে, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগুবো, যেটা করে এসেছি। যত মাঠে কম ভুল করা যায় চেষ্টা করব এবং সেটাই আমরা করে দেখিয়েছি।'


পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এখন পর্যন্ত চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২২৪ রান। এর মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষেও তিনি ছিলেন দুর্দান্ত ৪২ বলে ৩ ছয় ও ৭ চারের মারে খেলেছেন ৬১ রানের ইনিংস, দলকে জিতিয়েই ছেড়েছেন মাঠ। নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, 'আজকে (শুক্রবার) যেই ইনিংস আমি খেলেছি আর দলও জিতেছে ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে শেষ ম্যাচটাও ভালো করতে পারি।' ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে তামিম আরো বলেন, 'সর্বোচ্চ চেষ্টা থাকবে ফাইনালে আমাদের সেরা খেলাটা প্রদর্শন করার। আমাদের সর্বশক্তি দিয়েই চেষ্টা করব। সবাই সমর্থন দিবেন, দোয়া করবেন আমাদের জন্য।'


শেয়ার করুন