২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৩:৪০:০৭ অপরাহ্ন
চসিকের দুই কাউন্সিলরসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৪
চসিকের দুই কাউন্সিলরসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওয়ামী লীগপন্থি দুই কাউন্সিলরসহ ৭৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আবু বকর সিদ্দিকীর আদালতে বাদী হয়ে মামলাটি করেন শিবলী নোমান নামে এক যুবদল নেতা। 


মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জিয়া। মামলায় উলে­খযোগ্য আসামিরা হলেন, ২১ নম্বর জামালখান ওয়ার্ড কমিশনার শৈবাল দাশ সুমন ও ৩২ নম্বর আন্দরকিল্লাহ ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।  


এজাহারে বলা হয়, বাদী গত ১৮ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। আসামিরা ৪ আগস্ট নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট আমতলা এলাকায় ১০০-১৫০ জন সন্ত্রাসী নিয়ে ত্রাস চালায়। শাহ আমানত মার্কেটের সামনে ৩ পোলের মাথায় ছাত্র-জনতার মিছিল লক্ষ্য করে তারা মুহুর্মুহু গুলি ছোড়ে এবং হাতবোমা-ককটেল বিস্ফোরণ ঘটায়। 


বেলা ৩টা থেকে ৪টার দিকে বাদী আসামিদের ছোড়া গুলিতে আহত হন। এরপর কিছু শিক্ষার্থী ও সাধারণ জনতা তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। সেখানে অবস্থার অবনতি হলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।


শেয়ার করুন