১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৩৭:৫৮ পূর্বাহ্ন
প্রথম ম্যাচে হেরে বিদেশে বাংলাদেশ সিরিজ জিতেছে?
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৪
প্রথম ম্যাচে হেরে বিদেশে বাংলাদেশ সিরিজ জিতেছে?

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে আছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।


আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জিতলে সিরিজে সমতায় ফিরবে। আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে সিরিজ নিশ্চিত হবে।


কাজেই সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশ দলকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে অতীতে বিদেশ সফরে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। 


দেশের বাইরে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। তারপর থেকে ৩৯টি ওয়ানডে সিরিজ খেলে মাত্র ৯টিতে জয় পেয়েছে টাইগাররা। আর হেরেছে ২৭টিতে, আর ড্র হয় বাকি ৩টি সিরিজে।  


জয় পাওয়া ৯টি সিরিজের ৮টিতে প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। ব্যতিক্রম ২০২৩ সালে ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজে। সেই সিরিজে প্রথম ম্যাচে হারেনি বাংলাদেশ, চেমসফোর্ডে বৃষ্টিতে মাঝপথে থেমে যাওয়ায় ফল দেখেনি সেই ম্যাচ। 


দেশের বাইরে সিরিজের প্রথম ম্যাচে হার তো, শেষ পর্যন্ত সিরিজ হার—বাংলাদেশ ওয়ানডেতে এখন পর্যন্ত এই নিয়ম মেনে চলেছে। 


তবে সিরিজের প্রথম ম্যাচ জিতলেই সব সময় সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দেশের বাইরে খেলা ৩৯টি ওয়ানডে সিরিজের ১১টিতে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। এই ১১ সিরিজের ৮টিতে জয় পাওয়া বাংলাদেশ হেরেছে দুবার, ড্র করে একটিতে।


জয় দিয়ে শুরুর পর বাংলাদেশ দুবারই ওয়ানডেতে সিরিজ হেরেছে জিম্বাবুয়েতে—২০০৪ ও ২০১৩ সালে। 


শেয়ার করুন