১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৫৬:৫২ অপরাহ্ন
সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৪
সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোতালেবসহ ২৪৮ জনের নামে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফারুকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের নূর হোসেন সিকদার পাড়ার বাসিন্দা আবুল হাশেমের পুত্র।


মামলার অন্য আসামিরা হলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চরম্বা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন হেলালী, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, চুনতি ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনসহ ২৪৮ জন। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে দেশীয় অস্ত্র, রাম দা, হকিস্টিক ইত্যাদি নিয়ে হামলা চালায়। এতে অনেকেই আহত হন। হামলাকারীরা আহতদের বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা পেতেও বাধা সৃষ্টি করে।


এসময় বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, দোকানপাট ভাঙচুর, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমতে আতংক সৃষ্টি করে। আসামীরা স্বৈরশাসকের দোসর । তারা প্রত্যেকের হেফাজতে থাকা অবৈধ লাইসেন্সবিহীন বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের উপর আক্রমণ করেছিল। আসামীরা অস্ত্র হাতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন সময় মহড়া দিয়ে পুরো এলাকাজুড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।


লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


শেয়ার করুন