১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৩:১১ অপরাহ্ন
রাজশাহীতে বিভাগীয় বইমেলা শুরু আজ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
রাজশাহীতে বিভাগীয় বইমেলা শুরু আজ

রাজশাহীতে আট দিনের বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ বুধবার। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় রাজশাহী কালেক্টরেট মাঠে আজ বিকেল ৪টায় মেলা উদ্বোধন করা হবে। এবারের বইমেলায় রাজধানীর ৭৩টি, স্থানীয় ২টি এবং সরকারি ৮টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকছে। 


বুধবার আয়োজক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 


এতে জানানো হয়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে এবং সাপ্তাহিক ছুটির দিন মেলা শুরু হবে বেলা ১১টায়। মেলায় ঢাকার ৭৩ প্রকাশনী, রাজশাহীর দুটি এবং সরকারি প্রতিষ্ঠানে ৮টি স্টলের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটি এবং নারী উদ্যোক্তাদের জন্য তিনটি স্টল বরাদ্দ রাখা হয়েছে। 


বিভাগের ৮ জেলা থেকে আসা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রতিদিন আলোচনা সভা, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ ও তার ওপর আলোচনার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য কুইজ, চিত্রাঙ্কন ও নানা প্রতিযোগিতার আয়োজনও করা হবে।


শেয়ার করুন