২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:২৩:৫৫ পূর্বাহ্ন
সাগরে মাছ ধরা ট্রলারডুবি, নিখোঁজ ৮ জেলে
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২২
সাগরে মাছ ধরা ট্রলারডুবি, নিখোঁজ ৮ জেলে

ভোলার চরফ্যাশনের দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ের তোপে ১৩ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনার পর পাঁচ জেলেকে উদ্ধার করা গেলেও, আট জেলে এখনো নিখোঁজ রয়েছেন।  


মঙ্গলবার রাতে ঢালচরের দক্ষিণ সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। আট জেলে নিখোঁজ থাকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার।


নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে বলে চরমানিকা কোস্টগার্ড কন্টেজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানিয়েছেন। নিখোঁজ জেলেদের নাম পরিচয় জানা যায়নি। নিখোঁজ জেলেরা চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


জেলেদের সূত্রে জানা যায়, ঢালচর ঘাটের ইউসুফ মাঝির মাছ ধরা ট্রলার ১৩ জন মাঝি মাল্লা নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান। সাগর উত্তাল হওয়ায় ঘাটে ফেরার পথে রাত ৮ টায় ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপর খবর পেয়ে সাগরে থাকা অপর জেলেরা নিমজ্জিত ট্রলারটি ও জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের কারণে সে চেষ্টা অনেকটা ব্যর্থ হয়। পরে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেন তারা।  প্রবল স্রোতের টানে ট্রলারসহ অপর আট জেলে সাগরে ভেসে গেছে বলে প্রত্যক্ষদর্শী জেলেরা জানিয়েছেন।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ঘাটের জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোস্টগার্ডকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন