বিনোদন জগতের বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের প্রেমের অবস্থান নিয়ে তাদের ভক্ত-অনুরাগীদের মনে জানার নানা কৌতূহল জাগে। তেমনি এক অনুষ্ঠানে আলোচনাসভায় অভিনেতা কার্তিক আরিয়ানের মুখে কি এমন প্রশ্ন শুনে চটে গেলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
শ্রদ্ধা কাপুর কি প্রেম করছেন? বহু দিন ধরেই এই জল্পনা চলছে বি-টাউনে। কিছু দিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল— রাহুল মোদির সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী। তবে দিন কয়েক আগেই শ্রদ্ধার সামাজিক মাধ্যমের একটি পোস্টে ফের রাহুল মোদির প্রসঙ্গ উঠে আসে। তাই অভিনেত্রীর প্রেমের অবস্থান নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মনে নানা প্রশ্ন।
সাধারণত হাসিখুশি অবতারেই শ্রদ্ধার দেখা পাওয়া যায়। বলিউডের মিষ্টি নায়িকা হিসাবেই পরিচিত তিনি। কিন্তু প্রয়োজনে তিনি প্রতিবাদ করতেও পিছপা হন না। সম্প্রতি এক অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন রাখেন— আমরা কার্তিক আরিয়ানকে জিজ্ঞেস করেছিলাম, বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চান? তখন তিনি চার অভিনেত্রীর নাম উল্লেখ করেন। তাদের মধ্যে আপনার নামও রয়েছে। কিন্তু কার্তিক এ-ও বলেন, চারজনই নাকি সম্পর্কে রয়েছেন। তিনি কিন্তু সবটা বলেই দিয়েছেন। কথাটা কি সত্যি?
শ্রদ্ধার মুখে স্পষ্ট ধরা পড়ে অস্বস্তি। খোঁচা দিয়ে অভিনেত্রী পাল্টা প্রশ্ন রাখেন— এই আলোচনাসভার জন্য সঠিক প্রশ্ন এটি? ফের সেই সঞ্চালক একই প্রশ্ন করেন। শ্রদ্ধা তখন বলেন, ওর (কার্তিক) যা বলার বলেছে। আমাকে জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন আপনার কাছে রয়েছে? ফের সেই সঞ্চালক সরাসরি প্রশ্ন রাখেন— আপনি কি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন? শ্রদ্ধার পাল্টা জবাব— আপনি নিশ্চিত, এই প্রশ্ন এই আলোচনাসভার জন্য ঠিক?
‘স্ত্রী ২’ ছবির প্রচারের সময় খবর ছড়িয়ে পড়ে রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার। কিন্তু কিছু দিন আগেই শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে মুম্বাইয়ের বিখ্যাত খাবার বড়া পাওয়ের ছবি পোস্ট করেন। এবং তাতেই চর্চিত প্রেমিক রাহুল মোদিকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী। খানিক আবদারের সুরেই নায়িকা লিখেছিলেন, “বড়া পাও-এর জন্য আমি তোমাকে যে কোনো সময় ধমক দিতে পারি।
ছবিতে দেখা যাচ্ছে, বেশ রাতে গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন শ্রদ্ধা, হাতে ধরা বড়া পাও। এই পোস্টের সঙ্গে নেপথ্যে আশা ভোঁসলের গাওয়া গান ‘তু তু হ্যায় ওয়াহি’ জুড়ে দেন অভিনেত্রী।