২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৫২:৫০ পূর্বাহ্ন
চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আজ সোমবার বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। 


বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 


চাঁদপুরের নৌ-পিলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।  ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। 


প্রাথমিকভাবে এখনও দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। 


শেয়ার করুন