০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৭:৫৭ অপরাহ্ন
মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২৪
মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাত কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালী মোড় অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে মহাখালীর আমতলী মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।


ববির দুই বাস আটকে দিলো বিএম কলেজ শিক্ষার্থীরাববির দুই বাস আটকে দিলো বিএম কলেজ শিক্ষার্থীরা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, দাবির পক্ষে আজ সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তারা। অবরোধের ফলে আশপাশের এলাকায় যান-চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।


এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


শেয়ার করুন