২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৭:৪৭:১৩ অপরাহ্ন
ঢাকার পাঠানো চিঠির উত্তর এখনো দেয়নি দিল্লি
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২৪
ঢাকার পাঠানো চিঠির উত্তর এখনো দেয়নি দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত সরকার।দিল্লির চিঠির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান।


তিনি বলেন, ভারতের সঙ্গে প্রত‍্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। চিঠির বিষয়ে দিল্লির জবাব না পেলে আবারও তাগাদা পত্র পাঠাবে সরকার।


এ সময় মুখপাত্র রফিকুল আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাতিসংঘের তদন্ত দলকে প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন সংস্থা থেকে তথ্য না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।দ্রুতই এই সংকট কেটে যাবে।


ভারতে গিয়ে পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিতে কেউ কেউ হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ঢাকা থেকে পোল্যান্ডের ভিসা ইস‍্যু করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।


শেখ হাসিনাকে দেশে ফেরাতে গতকাল (সোমবার) দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠানোর কথা জানায় পররাষ্ট্র উপদেষ্টা।এরপর সোমবার রাতেই ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণের কথা জানায় দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি ভারবাল নোট পেয়েছি। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।


শেয়ার করুন