২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৮:২৫:১৫ অপরাহ্ন
ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মাঠে গড়াবে যখন
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মাঠে গড়াবে যখন

ফুটবলে অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই দেশের লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্বের ফুটবল প্রেমীরা। তাই মূল ম্যাচের আগেই জমে উঠে মাঠের বাইরে সমর্থকদের প্রিয় দলকে এগিয়ে রাখার লড়াই। সেই লড়াইয়ে আরও একবার নামতে হবে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের। কেননা, সামনেই যে এই দুই দল ফের মাঠে নামতে চলেছে।


আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার মুখোমুখি হতে যাচ্ছে কনমেবল অঞ্চলের দুই অন্যতম শক্তিধর দল। যেই ম্যাচটি মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। জানা গেছে আগামী ২৬ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।


সম্প্রতি ফুটবলে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। তাদের অবস্থা এতটাই বেহাল যে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে এখনও। বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ নম্বরে অবস্থান দলটির। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।


কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে শীর্ষে অবস্থান আর্জেন্টিনার। এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ৬টি দেশ।


বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলতে ব্রাজিল। মার্চ উইন্ডোতে ২১ তারিখ কলম্বিয়ার বিপক্ষে ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।


এরপর ৫ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।


শেয়ার করুন