২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৪:১৪:৫৬ পূর্বাহ্ন
দিনাজপুরে দুই কমিটির দ্বন্দ্বে ১০ দিন বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে মানুষ
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
দিনাজপুরে দুই কমিটির দ্বন্দ্বে ১০ দিন বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে মানুষ

দিনাজপুর বাস মালিক গ্রুপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে গত ১৮ ডিসেম্বর ফুলবাড়ী-রংপুর রুটের বাস চলাচল বন্ধ করা হয়। ১০ দিন পেরিয়ে গেলেও দুই পক্ষ কোনো সমাধানে না আসায় স্বাভাবিক হয়নি বাস চলাচল। এতে বেকার হয়ে পড়েছেন অর্ধশতাধিক বাস শ্রমিক এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই দ্বন্দ্বের জেরে নয় দিন ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ী-পার্বতীপুর ও ফুলবাড়ী-সৈয়দপুর রুটের বাস চলাচল।


ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাস্টার ও শ্রমিকনেতা ইমদাদুল হক বলেন, ফুলবাড়ী-রংপুরের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা যেমন দুর্ভোগ পোহাচ্ছে, তেমনি পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকরাও পড়েছেন বিপাকে। কবে থেকে এ রুটে বাস চলাচল স্বাভাবিক হবে তাও বলা যচ্ছে না।


পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুরে দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী লীগের শাসনামলে পার্বতীপুর মালিক সমিতির মাত্র একটি বাস চলাচলের সুযোগ দেয় দিনাজপুর বাস মালিক গ্রুপ। সম্প্রতি পার্বতীপুর মালিক সমিতির আরো ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেয়। কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে গত ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। 


দিনাজপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বলেন, 'বাস চলাচল বন্ধের বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।' দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, 'এ ব্যাপারে বাস মালিকের দুই পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।'


শেয়ার করুন