২১ জুলাই ২০২৫, সোমবার, ১২:১৫:৪৮ পূর্বাহ্ন
কুলাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৫
কুলাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলা ও একাধিক প্রতারণা মামলায় যুবলীগ নেতা মো. লিকছন চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 


শনিবার (১৯ জুলাই) গভীর রাতে থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই হাবিবুর রহমান ও এসআই মোস্তাফিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার  ব্রাহ্মণবাজার ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তার লিকছন চৌধুরী নাছিরাবাদ এলাকার মৃত জহির চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।


জানা যায়, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিকছন চৌধুরী ছিলেন এক আতঙ্কের নাম। তিনি বিগতে সময়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতারণা করে লাখ-লাখ টাকা আত্মসাৎ করেন। এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে থানায় প্রতারণা মামলাও হয়। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন।


 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এই যুবলীগ নেতা।  তাকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। 


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


রবিবার (২০ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন