০৪ জানুয়ারী ২০২৫, শনিবার, ১০:৫৪:৪১ পূর্বাহ্ন
‘সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে’
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
‘সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে’

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের কিছু কিছু আলামত বিদেশে পাঠানো হবে।


রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। 


তিনি বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।


অগ্নিকাণ্ডের তদন্তের বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সিন রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে।


শেয়ার করুন