বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতে শিক্ষার্থীরা। প্রতি বছরের মতো এবারও ১ জানুয়ারি বিভিন্ন স্থানে বই উৎসব হয়েছে। যদিও এদিন শিক্ষার্থীরা সব বই হাতে পায়নি। দুই-তিনটি বই নিয়েই বাড়ি ফিরেছে তারা। তবে তাতেও ছিল উৎসবের রং। কর্তৃপক্ষের আশা, ১৫ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের কাছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান :
বরিশালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কিছু বই এসেছে। ১ জানুয়ারি বই দেওয়া হয়েছে। তবে উৎসব হয়নি।
ময়মনসিংহে সরকারি ল্যাবরেটরি স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহসিনা বেগম ও সরকারি ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিক উল্লাহ।
খুলনায় ভিক্টোরিয়া ইনফ্যান্টস প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন খুলনা প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম প্রমুখ।
চট্টগ্রামে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ হয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ছারোয়ার জাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক ও প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবীর প্রমুখ।
ঝালকাঠির নলছিটিতে নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা আক্তার।
জামালপুরের মাদারগঞ্জে সুখনগরী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম তারতাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ইউএনও নাদির শাহ। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন প্রমুখ।
ভোলায় সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। পৃথক আয়োজনে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ইউএনও সজল চন্দ্র শীল, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল হক আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ফাতেমা বেগম ও আফরোজা কোয়েল প্রমুখ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেগম ইকবাল জাকির হোসেন (বিআইজেডএইচ) মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আবদুল গফুর। বক্তব্য দেন অভিভাবক চিকিৎসক সঞ্জয় কান্তি সুশীল, সহকারী শিক্ষক নুরনাহার বেগম ও কৃষ্ণা রায় চৌধুরী প্রমুখ।
পিরোজপুরের কাউখালীতে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লার সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম আহসান কবির, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্কুবায়
ড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও থানাহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী ও প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী বাবলু প্রমুখ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঝিনা নদীরপাড় প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তারিকুল ইসলাম তপন। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, শিক্ষানুরাগী সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মেদ প্রমুখ।