০৬ জানুয়ারী ২০২৫, সোমবার, ০১:৩২:৫৬ অপরাহ্ন
আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না: মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৫
আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদ সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সমস্ত সম্পদ লুট করে তারা বিদেশ পাচার করেছে। প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এ দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এখন নিজেদের মতো দেশ গড়ার সুযোগ এসেছে, ছাত্র-জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে।


গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, তিনি একসময় এই কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা যারা রাজনীতি করছি, তাদের ব্যর্থতা আছে। আমরা স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় একটা দেশ হিসেবে গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। তবে এখন আবার আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের—সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করছি।


ফখরুল বলেন, কেন জানি না আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাব যে, আসুন আমরা উঠে দাঁড়াই, আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। নতুন বাংলাদেশ গড়তে আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে এসে ঐক্যবদ্ধ হতে হবে।


দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান, সাবেক শিক্ষার্থী মতিউর রহমান প্রমুখ।


শেয়ার করুন