বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫। পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন
করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. কেরামত আলী।
শুক্রবার
(১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় রাজশাহী
কলেজ গ্রন্থাগারের সামনে এ প্রকাশনা উৎসবের
উদ্বোধন করা হয়।
প্রকাশনী
উৎসবের স্টল পরিদর্শন শেষে নগর জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, অন্যান্য সংগঠনের থেকে শিবির একটি ব্যতিক্রমী ধরনের সংগঠন। আল্লাতালা মেহেরবানী যে আজকে শিবির
এবং জামাত সম্পর্কে যে ধোঁয়াসা ছিল,
যে মিথ্যাচার করা হয়েছিল, তা আজকে কেটে
গেছে। শিবির জঙ্গিবাদ ও সন্ত্রাসী ট্যাগ
লাগিয়ে দেওয়া হয়েছিল। কোরআন হাদিসের বই কি জিহাদি,
তাফসির কে জিহাদি বই
বলা হত। জিহাদ তো আল্লাহর নির্দেশ
আল্লাহর বিধান৷ কোরআন হাদিস কে বলা হতো
জঙ্গিবাদী বই। এটা সম্পূর্ণ মিথ্যাচার ছিল আল্লাহতালা পরিষ্কার করে দিয়েছে। শিবির একটি সত্য অনুসারী নিষ্ঠাবান সংগঠন।
উৎসবে
আসা উম্মে আমিনা নামে এক শিক্ষার্থী জানান,
অনেকদিন পর আসলে আমরা
নতুন প্রজন্ম জেনজি এরকম ইসলামী ছাত্রশিবিরের আয়োজন দেখতে পাইনি। রাজশাহী কলেজে প্রথমবার এরকম আয়োজন হচ্ছে। বিভিন্ন ধরনের ইসলামিক বই গুলো আছে,
আমরা কোনদিন এইসব বইয়ের সাথে পরিচিত হতে পারেনি। বই দেখছি, যে
সম্পর্কে জানার ইচ্ছে হয় সেই বইগুলো পেলে অবশ্যই কিনব। অবশ্যই এটি ভালো উদ্যোগ তো এরকম চলতে
থাকুক, যারা বর্তমান পাঠক আছে তারা ইসলামের দিকে বেশি মনোযোগী হয়। তারা যেন বইগুলো পড়ার সুযোগ পাই।
এ
সময় রাজশাহী কলেজ শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম জানান, আমাদের এই কর্মসূচি টি
২২ জানুয়ারি পর্যন্ত চলবে এবং রাত ৯ টায় শেষ
হবে। এই উৎসবের উদ্দেশ্য
হলো সাধারণ শিক্ষার্থীরা যেন আমাদের শিবির সম্পর্কে জানতে পারে। এবং একজন আদর্শ মানুষ হতে পারে।
এ
সময় রাজশাহী কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাহাদি সহ অন্যান্যরা উপস্থিত
ছিলেন।