০৮ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৩:১০:২৪ পূর্বাহ্ন
পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইকতিয়ার
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৫
পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইকতিয়ার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। 


রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 


নবনিযুক্ত রেজিস্ট্রার পবিপ্রবির বিএনপিপন্থি সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন রেজিস্ট্রারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। 


দায়িত্ব গ্রহণ করে রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন এক প্রতিক্রিয়ায় যুগান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে কাজ করবেন। এসময় পবিপ্রবিকে আরও গতিশীল ও অগ্রগামী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো. ইকতিয়ার উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও ২০০৫ সালে একই বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি এবং ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানি ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবেও কাজ করেছেন।


শেয়ার করুন