বিপিএলে জয়রথ চলছেই রংপুর রাইডার্সের। প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছিল উত্তরবঙ্গের দলটি। নিজেদের পঞ্চম ম্যাচেও বড় জয় পেয়েছে রংপুর। ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এই নিয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো রংপুর। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই হারের তেঁতো স্বাদ পেলো ঢাকা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটারদের ব্যর্থতায় ১৬ ওভার ৩ বলে ১১১ রানে অলআউট হয় ঢাকা। দলের পক্ষে তানজিদ হাসান তামিম করেন সর্বোচ্চ ১৬ বলে ২০ রান। এছাড়া জেসন রয় ১২ বলে ১৮ ও আলাউদ্দিন বাবু করেন ১৬ বলে ১৬ রান। রংপুরের পক্ষে নাহিদ রানা নেন ৩টি উইকেট।
১১২ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। ফের ব্যর্থ ওপেনার আজিজুল হাকিম তামিম। ১৪ বলে মাত্র ৫ রান করে ফিরে যান তিনি। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অ্যালেক্স হেলস।
সাইফ ও হেলস মিলে ৪৪ রানে জুটি গড়েন। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় রংপুর। হেলস ২৭ বলে ৪৪ ও সাইফ ১৫ বলে ১৩ রান করে আউট হন। এরপর ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ মিলে ৪০ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইফতিখার ১২ বলে ৯ ও খুশদীল ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।