০৯ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৩:০৩ পূর্বাহ্ন
ইজতেমার মাঠে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর মামলায় ২৩ জনের আগাম জামিন
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
ইজতেমার মাঠে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর মামলায় ২৩ জনের আগাম জামিন

ইজতেমার মযদানে সংঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যুর মামলায় সাদপন্থি নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।


বুধবার (৮ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংঘর্ষের মামলায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাদের জামিন দেন।


এর আগে গত ২৩ ডিসেম্বর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন তারা। 


গত ১৯ ডিসেম্বর রাতে টঙ্গী পশ্চিম থানায় ২৫ জনের নাম উল্লেখ করে  মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

 

১৮ ডিসেম্বর ভোরে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন মারা গেছেন। এরপর বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে ২ জানুয়ারি সন্ধ্যায় এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।


শেয়ার করুন