১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৪:৫৯:৫৮ পূর্বাহ্ন
অপপ্রচার ও গেস্টরুমকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৫
অপপ্রচার ও গেস্টরুমকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল ছাত্রদলের বিরুদ্ধে ১ম বর্ষের শিক্ষার্থীদের গেস্টরুমে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ অপপ্রচার বলে দাবি করেছে ঢাবি ছাত্রদল। একই সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার ও গেস্টরুম সংক্রান্ত কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় শাখা সংগঠনটি।


সোমবার (১৩ জানুয়ারি) ঢাবি ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও দাবি জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সব সাধারণ শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন ও শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পতিত আওয়ামী ফ্যাসিবাদের ঝাণ্ডাবাহী নিষিদ্ধ ‘সন্ত্রাসী’ সংগঠন ছাত্রলীগ কর্তৃক প্রচলিত গণরুম-গেস্টরুম ও শিক্ষার্থী নির্যাতনের সংস্কৃতির বিরুদ্ধে নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর যাবৎ আন্দোলন চালিয়ে গেছে এবং শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত সব আন্দোলনে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। সর্বশেষে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহিদ হয়েছেন ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন।


তার পরেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী ও বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুকে ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নামে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল। এহেন অপপ্রচার ও গুজবের ফলে অনলাইনে ও অফলাইনে হয়রানি ও গুপ্ত হামলার শিকার হচ্ছেন ছাত্রদলের নারী নেতৃবৃন্দসহ অনেকেই। এছাড়াও এসব মিথ্যা গুজবের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীরা।


এরই ধারাবাহিকতায় রোববার (১২ জানুয়ারি) ২০২৩-২৪ সেশনের একটি বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল শাখার কয়েকজন নেতাকর্মীর সঙ্গে হলের মাঠ প্রাঙ্গণে আবাসিক শিক্ষার্থীদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয় ও কুশলাদি বিনিময় হয়। তবে সেখানে গেস্টরুম সংস্কৃতির নূন্যতম কোনো পরিবেশ ছিল না বলে জানা গেছে। তবু সেখানে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রচার করে গেস্টরুম নেওয়ার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু প্রোফাইল ও পেজ। তবে এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা কোনো প্রকার অভিযোগ করেনি, বরং ওই কুশলাদি ও শুভেচ্ছা বিনিময়ের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তাদের অনেকেই।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন সংক্রান্ত সকল ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে গেস্টরুমের মত অপসংস্কৃতি চালু করার উদ্দেশে কোনো কর্মকাণ্ড কেউ পরিচালনা করতে চায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বীরোচিত ভূমিকা রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের নামে অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে মুক্ত বুদ্ধি ও মত প্রকাশের পরিবেশকে সমুন্নত রাখার স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন