জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি সৈয়দ মুর্শেদ কামালের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দিনব্যাপী তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে কুরআন খতম, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ, গরীব দুঃস্থদের খাবার বিতরণ ও শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সৈয়দ মুর্শেদ কামাল ৬৯ এর গণ-অভ্যুত্থানের অন্যতম রুপকার ছিলেন। এছাড়া তৎকালীন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকাও রাখেন এই গেরিলা মুক্তিযোদ্ধা। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি ছিলেন তিনি।