১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৫:১৬:৩৪ পূর্বাহ্ন
চায়ের সঙ্গে লেবু—নীরবে সারবে যেসব রোগ
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৫
চায়ের সঙ্গে লেবু—নীরবে সারবে যেসব রোগ

শীতে যখন জবুথুবু অবস্থা তখন চায়ের দোকানে ঢুকেই হাঁক দিলেন, ‘মামা, একটা লাল চা। বেশি করে লেবু দিয়েন কিন্তু!’ চায়ে এই লেবু কি শুধুই স্বাদ বাড়ানোর জন্য? জানলে অবাক হবেন, এই লেবু চা আপনাকে নিভৃতে কতখানি উপকার করবে। শীতের ঠাণ্ডায় গলাব্যথা, খেয়ে ফেলুন লেবু চা। ওজন কমাতে চান, খেয়ে নিন লেবু চা। আরও আছে—


সংক্রামক রোগ: শীতকালে সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর এসব যেন নিয়তি। সকালে কান থেকে পা অবদি ঢেকে বাসা থেকে বের হচ্ছেন, রাতে ফিরে দেখেন পানি খেতে গেলে গলায় আটকাচ্ছে। এমন অসময়ে প্রকৃত বন্ধু হতে পারে লেবু চা। অল্প পরিমাণে মধু মিশিয়ে খেলে পাবেন বেশি উপকার।


ওজন কমাতে: বর্ধিত ওজন কমাতে চাইলে প্রতিদিন সকালে লেবু চা পান করা একটি ভালো উপায়। এর বিভিন্ন গুণাবলী আপনার শরীরের চর্বি কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে।


হৃদযন্ত্রের স্বাস্থ্যে:  লেবুতে থাকা উদ্ভিদ ফ্ল্যাভোনয়েড শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে এক কাপ লেবু চা পান করলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হয়।


শরীর থেকে টক্সিন সরাতে: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। প্রতিদিন সকালে এক কাপ চা পান করলে শরীর থেকে টক্সিন দূর হয় এবং পাচনতন্ত্রের জন্যও উপকারী। লেবু চা ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।


রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ : লেবু চা ইনসুলিন নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। এছাড়াও শরীরে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পেতে বাধা দেয়। এছাড়াও, এই চা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। তদুপরি, লেবু চা মেটাবলিজম উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।


শেয়ার করুন