১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৩:৫০:২২ অপরাহ্ন
মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক রিসোর্ট পুড়ে ছাই
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৫
মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।


মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।


তিনি জানান, গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপার শায়রী রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৩০টি কক্ষ আগুনে পুড়ে গেছে।


দ্বীপের বাসিন্দা নুর মুহাম্মদ বলেন, প্রথমে শায়রী রিসোর্টে আগুন লাগে। পরে সেখান থেকে আরও দুটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা, কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন।


সেন্টমার্টিনের দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


দ্বীপের বাসিন্দা আবুল কালাম অভিযোগ করেন, দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে অনেক দেরি হয়েছে। আমরা দ্বীপের মানুষ সব সময় এমন বিপদে অসহায় হয়ে পড়ি। সরকারের উচিত মানুষের কথা চিন্তা করে এখানে একটি ফায়ার স্টেশন নির্মাণ করা।


পর্যটন ব্যবসায়ীরা বলছে, সেন্টমার্টিন দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন।


শেয়ার করুন