রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাওলানা জিল্লুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসার হলরুমে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার ড. আব্দুল মুমীত। বিশেষ আলোচক ছিলেন উত্তর একডালা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাঁড়গ্রাম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, গোপালপুর ইসলামী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন এবং ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোস্তাফিজুর রহমান।
১৯৮৬ সালে যোগদান করা মাওলানা জিল্লুর রহমান দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করছেন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে তার অবদান স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত সকলে অশ্রুসিক্ত পরিবেশে তাকে বিদায় জানান। বিদায়ী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে উপহার প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে অধ্যক্ষের অবদানের কথা স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বহু শিক্ষার্থীর জীবনে আলোকবর্তিকা হয়ে থাকা মাওলানা জিল্লুর রহমানের বিদায় অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে।