১০ মে ২০২৫, শনিবার, ০৫:০০:১২ অপরাহ্ন
এবার বড়পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’, নাম নথিভুক্তের হিড়িক
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৫
এবার বড়পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’, নাম নথিভুক্তের হিড়িক

দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। বর্তমানে পারমানবিক শক্তিসম্পন্ন এই দুই দেশের মধ্যে একপ্রকার যুদ্ধাবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলা করেছে ভারত। আর সে ঘটনাই এবার পর্দায় আনতে যাচ্ছে বলিউড। এ সম্পর্কিত সিনেমার নাম নথিভুক্তকরণের যেন হিড়িক লেগেছে! 


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে ১৮ টি প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানাতে নাম রেজিস্ট্রেশন করেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি এ কথা জানান।


জানা যায়, ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম নথিভুক্ত করেছেন অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো স্বনামধন্য পরিচালকরা। আবার সেই তালিকায় রয়েছে টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও। এভাবে তাড়াহুড়া করে নাম নথিভুক্ত করে রাখার কারণ হলো, অনেক সময় ছবি তৈরি করতে চাইলেও নাম নথিভুক্তকরণ না হওয়ায় পরিকল্পনা বাতিল করতে হয়।


ইতিমধ্যে একটি সিনেমার নাম নথিভুক্তকরণের কথা স্বীকার করেছেন পরিচালক অশোক পণ্ডিত। তিনি বলেন, ‘নাম নথিভুক্তকরণ না হলে সিনেমা তৈরি করা সম্ভব নয়। তাই আমি তড়িঘড়ি এই কাজ করেছি। নাম রেজিস্টার করা মানেই ছবি তৈরি করা বাধ্যতামূলক নয়।’ 


তিনি আরও বলেন, ‘‌গত ৩০-৩৫ বছর ধরে ‘জঙ্গিদের’ বিরুদ্ধে লড়াই চলছে। তাই এই বিষয়টি আমার কাছে ছবি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’


প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগমে সংঘটিত হামলার পাল্টা জবাব হিসেবে পাকিস্তান অধ্যুষিক কাশ্মীর এবং পাঞ্জাবে ‘সামরিক অভিযান’ চালিয়েছে ভারত, যার নাম অপারেশন সিঁদুর। বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে একজন শিশু রয়েছে এবং আরও কয়েকশত আহত হয়েছেন।


শেয়ার করুন