১৯ জানুয়ারী ২০২৫, রবিবার, ১১:৫৬:৫৭ অপরাহ্ন
গোল করে অদ্ভুত উদযাপনে ‘দুয়োর জবাব’ দিলেন মেসি
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৫
গোল করে অদ্ভুত উদযাপনে ‘দুয়োর জবাব’ দিলেন মেসি

২০২৫ সালের প্রথম ম্যাচটা খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। তবে তাকে নতুন বছরের প্রথম ম্যাচে বরণ করে নেওয়া হয় দুয়ো দিয়ে। প্রতিপক্ষের মাঠে ম্যাচ খেলতে গিয়ে এমন পরিস্থিতির মুখেই পড়েছেন তিনি।


তবে তার জবাবটা মেসি দিয়েছেন পারফর্ম করেই। দারুণ দলীয় সমন্বয়ের পর একটা গোল করেন তিনি, দলকে ফেরান সমতায়। এরপর তিনি যা করলেন, তা বরং খানিকটা অদ্ভুত। মেসি গ্যালারির কাছে গেলেন, এরপর করলেন অদ্ভুত এক উদযাপন, হাতের ইশারায় কিছু একটা বুঝাতে চাইলেন। তার এমন অদ্ভুতুড়ে উদযাপনের দিনে তার ক্লাব ইন্টার মায়ামি ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর জিতেছে পেনাল্টি শ্যুট আউটে।


ইউরোপীয় ফুটবলে মৌসুম মাঝপথে থাকলেও আমেরিকান মৌসুম এখনও শুরুই হয়নি। আজ প্রথম প্রাক মৌসুম ম্যাচে মাঠে নেমেছে মেসির দল। সেটা আবার মেক্সিকান দল ক্লাব আমেরিকার মাঠে। 


মেসি আর মেক্সিকোর কথা বললে আপনার কী ২০২২ বিশ্বকাপের কথা মনে পড়ে? মেক্সিকোর বিপক্ষে একটা গোল করে তিনি যে বাঁচিয়ে রেখেছিলেন আর্জেন্টিনার আশা। সে ম্যাচটা আর্জেন্টিনাকে রক্ষা করলেও উত্তর আমেরিকার দেশটাকে বিদায়ের টিকিট কেটে দিয়েছিল। মেক্সিকানরা অন্তত তা ভোলেনি। তাই তো সে ব্যথাটা ফেরে মেসিকে দেখলেই, বেরিয়ে আসে দুয়ো হয়ে।


গেল বছর লিগস কাপের ম্যাচে তিনি মেক্সিকোয় খেলতে গিয়েছিলেন ইন্টার মায়ামির হয়ে, মন্তেরির বিপক্ষে সে ম্যাচে মেসিকে দুয়ো শুনতে হয়েছিল। এবারও মেসি তাই শুনলেন। তবে ম্যাচের প্রথমার্ধে তিনি দারুণ একটা গোল করেন। মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন বাম পাশ দিয়ে আক্রমণে উঠতে থাকা জর্দি আলবাকে। তিনি বক্সের পাশে উঠে গিয়ে ক্রস দেন লুইস সুয়ারেজকে। তার ক্রস গিয়ে পড়ে মেসির কাছে, সহজ এক হেডারে তিনি গোলটা করেন।


শুরু থেকেই দুয়ো শুনছিলেন, সে গোলটার পর মেসিকে দেওয়া দুয়োর পরিমাণ আরও বাড়ল। এরপর মেসি এগিয়ে গেলেন। প্রথমে পেছনে ফিরে নিজের নামটা দেখালেন। এরপর হাত দিয়ে দেখালেন তিন আঙুল ও একটা শূন্য। এই ছিল মেসির অদ্ভুত উদযাপন। তার এ উদযাপনের কারণ কী, তা নিশ্চিত জানা না গেলেও একে অনেকেই দেখছেন দুয়োর প্রতিক্রিয়া হিসেবে। তিন আর শূন্য দিয়ে আর্জেন্টিনা আর মেক্সিকোর বিশ্বকাপ সংখ্যা বুঝাতে চেয়েছেন, এমনই মত অনেকের।


মেসির দল এই ম্যাচে নির্ধারিত সময়ে জিততে পারেনি। ২-২ গোলে ড্র ছিল ম্যাচটা। এরপর তা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। তার আগেই অবশ্য আর্জেন্টাইন মহানায়ককে তুলে নিয়েছেন দলের নতুন কোচ হাভিয়ের মাসচেরানো। তবে এরপরও টাইব্রেকারে সহজেই ৩-২ ব্যবধানে জেতে দলটা।


শেয়ার করুন