জয়পুরহাটের কালাই উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাব কালাই কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কালাই ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন। সভায় বক্তৃতা করেন থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাব সভাপতি এটিএম সেলিম সারোয়ার শিপন, জিয়া পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক রেজোয়ান আলী, সাংবাদিক মো. ফারুক হোসেন, মাষ্টার মো. তৌফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধা। তিনি জাতির কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন। তার হাতে গড়া বিএনপি কোনো অন্যায়-অত্যাচারে ভয় পায় না। বক্তারা আরও উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন এবং দেশকে একটি সুসংগঠিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানের শেষে শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মো. মতিয়র রহমান।
এই আয়োজন শহীদ জিয়াউর রহমানের স্মৃতি চারণে উপস্থিত সবাইকে আবেগতাড়িত করে।