০২ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ১২:৫৯:৩২ পূর্বাহ্ন
রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৫
রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা

জিতলে প্লে-অফ, আর হারলেই বিদায়। এমন সমীকরণ নিয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। এমন ম্যাচে হাসান মাহমুদের আগুন ঝরা বোলিংয়ে পর মেহেদী হাসানের ফিফটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে খুলনা। 


এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা। দুর্বার রাজশাহীরও সমান ১২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শেষ চারের টিকিট পেয়েছে খুলনা। অন্যদিকে বিদায় নিয়েছে রাজশাহী।


শনিবার (১ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের সংগ্রহ পায় ঢাকা।  দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ রান করেছেন তানজিদ হাসান তামিম। ৪ ওভারে মাত্র ৫ রান খরচায় ২টি উইকেট নেন হাসান মাহমুদ।


১২৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ১৪ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান নাইম শেখ ও আফিফ হোসেন।


এরপর অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। রস ২২ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন মিরাজ।


৩৩ বলে ফিফটি তুলে নেন খুলনার অধিনায়ক। শেষ পর্যন্ত ৫৫ বলে অপরাজিত ৭৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ। ঢাকার পক্ষে মোস্তাফিজুর রহমান নেন ৩টি করে উইকেট।


শেয়ার করুন