০২ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ১০:৫৭:৩৪ অপরাহ্ন
আবারও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
আবারও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ছেলেদের সবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয় এই দুই দল। এবারও প্রোটিয়াদের হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারতের মেয়েরা। 


দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক কায়লা রেনেকে। ভারতীয় বোলারদের তোপে ধুঁকতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। 


দক্ষিণ আফ্রিকার পক্ষে মাইকে ভ্যান ভুরস্ট করেন সর্বোচ্চ ১৮ বলে ২৩ রান। এছাড়া পেনার জিমা বোথা ১৪ বলে ১৬, কারাবো মিসো ২৬ বলে ১০ এবং ফা কলিং করেন ২০ বলে ১৫ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি। নির্ধারিত ২০ ওভারে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে আয়ুষী শুক্ল ও বৈষ্ণবী শর্মা নেন ২টি করে উইকেট।  


জবাবে ব্যাট করতে নেমে কমলিনির আউট হলেও গোঙ্গাদি তৃষা ও সনিকা চালকের ব্যাটে মাত্র ১১ ওভার ২ বলে জয়ের দেখা পায় ভারত। ১৩ বলে ৮ রান করে আউট হন কমলিনি, তৃষা ৩৩ বলে ৪৪ ও সানিকা ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।  


শেয়ার করুন