নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্গত বিভিন্ন থানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত মহানগরীর দড়িখরবনা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কর্মসূচি চলবে। ছাত্রলীগের যেকোনো নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটির কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ, শাহদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন, তানভির আহম্মেদ খান রাজা প্রমুখ।
কর্মসূচিতে মহানগরের বিভিন্ন থানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।