০৩ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার, ০৬:১০:৪৮ অপরাহ্ন
হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২৫
হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভনের সামনে অবস্থানকারীরা অবশেষে হাসপাতালে ফিরে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে দিতে দেখা যায়।


এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা সাতটি দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ মনোযোগ দিয়ে অবরোধকারীদের কথা শুনে তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। একইসঙ্গে তিনি প্রতিটি দাবি বিশ্লেষণ করেন। কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে কিংবা কীভাবে সেটা আদায় করা যায়, সেগুলো নিজ বক্তব্যে তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ।


হাসনাত আব্দুল্লাহ জানান, চলতি সপ্তাহেই তিনি আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের বিষয়ে আলোচনার জন্য সচিবালয়ে যাবেন। সেখানে যাওয়ার সময় আহতদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধিকে নিয়ে যাবেন তিনি।


এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে আহতরা প্রথমে তার সঙ্গে কথা বলতে রাজি হননি।


এসময় আহতরা অভিযোগ করেন, হাসনাত, সারজিস ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজখবর না নিয়ে রাজনৈতিক দল গোছানোতে ব্যস্ত। আহতদের পুনর্বাসনের কথা সরকার শুধু বলেছে, কিন্তু কেউ বাস্তবে কোনো উদ্যোগ গ্রহণ করছে না।


এদিকে আহতদের উদ্দেশ্যে হাসনাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই, এটা সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি, সচিব ও আমলারা দায়ী। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় হাসনাত নিজেও ব্যথিত বলে জানান।


তিনি বলেন, আমাদের হাতে কিছু নেই। আমরা কিছু করতে পারি না। আপনারা যে চিকিৎসা পান না, এটা সত্য। এজন্য দায়ী সরকারের লোকজন। সরকার ভালো মতো তদারকি করতে পারেনি।


শেয়ার করুন