২১ জুলাই ২০২৫, সোমবার, ১১:৩৫:৪৪ অপরাহ্ন
আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২৫
আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (২১ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনাসভা থেকে সরাসরি হাসপাতালে চলে যান তিনি। তিনি হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব জাতীয় বার্নে গেছেন।


এদিন দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এর পরই সেটি বিধ্বস্ত হয়। আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ জন এবং আহত হয়েছে ১৬৪ জন।


শেয়ার করুন