২১ জুলাই ২০২৫, সোমবার, ১০:১৯:১৫ অপরাহ্ন
‘মেয়েটা পুড়ে গেছে, কষ্ট সহ্য করতে পারছি না’
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২৫
‘মেয়েটা পুড়ে গেছে, কষ্ট সহ্য করতে পারছি না’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অর্ধশতাধিক শিশুকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এক মা বিলাপ করে বলছেন, ‘আমার মেয়ের সব পুড়ে গেছে, তোমরা কেউ তার জ্বলা বন্ধ করো। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। আমার বুকটা খালি হয়ে যাচ্ছে।


স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আঙিনা।


ইয়াসমিন আক্তার জানান, তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নুরে জান্নাত উষা বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে গেছে। 


মা ইয়াসমিনের পাশে বসা ছেলে তাহমিন ইসলাম রোহান বলেন, ‘প্রতিদিনের মতো আজকেও বোনকে স্কুল থেকে আনতে যাই। গিয়ে দেখি স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে।


পরে ক্লাসরুমে গিয়ে খুঁজে দেখি বোনকে পাচ্ছি না। পরে ভেতর থেকে তাকে খুঁজে বের করে দেখি বোনের শরীর পুড়ে গেছে। পরে সঙ্গে সঙ্গে তাকে উত্তরার লুবনা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পরে ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ।


শেয়ার করুন