তারকা দলে ভেড়ানোর হিড়িক পড়েছে। রংপুর রাইডার্স এনেছিল বেশ কয়েকটি বড় নাম। খুলনা টাইগার্সও হেঁটেছে সেই পথে। ফাইনাল নিশ্চিত করা ফরচুন বরিশাল সবার আগেই ঘোষণা দিয়ে রেখেছিল, কোন কোন বিদেশি তারা নিচ্ছে! তবে বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর কোনো ইচ্ছা নেই চিটাগং কিংসের।
গতকাল ফরচুন বরিশালের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে যাওয়া চিটাগং আশাবাদী, তাদের যেসব খেলোয়াড় আছে তা দিয়েই বাজিমাত করবে। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক মোহাম্মদ মিথুন রাখঢাক না রেখেই বলেছেন, ‘বিদেশি আনার পরিকল্পনা নেই।’
আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চিটাগং। টিকে থাকার ওই ম্যাচে কোনো বিদেশি খেলোয়াড় আনবে কিনা, গতকাল মিথুন বলেছেন, ‘এখনও এমন কোনো (বিদেশি আনার) পরিকল্পনা নাই। সেটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না । এখনও পর্যন্ত যারা বিদেশি খেলছে সবাই এই আবহাওয়ার সাথে এডজাস্ট করে ফেলেছে। বড় নাম আনলেই ডেলিভার করতে পারবে এমন না।’
বিদেশিরা সকালে এসে দুপুরে ম্যাচ খেলার ব্যাপারে মিথুনের উত্তর সরাসরি ‘না’। তার মতে, যত বড় খেলোয়াড় হোক না কেন, ঠিকঠাক বিশ্রাম না নিতে পারলে তবে তিনি তার সেরাটা দিতে পারবেন না।
মিথুন বলেন, ‘ক্রিকেটিং দিক থেকে দেখলে (এমন অবস্থা) আইডিয়াল না। জার্নি করে জেট ল্যাগের ব্যাপার থাকে। আমি মনে করি না এটা আইডিয়াল। যদি এনে তাকে রেস্ট দেওয়া যায় সেটা আইডিয়াল।’
বিপিএল ফাইনালের মঞ্চ নিশ্চিত করে বসেছে বরিশাল। ৭ তারিখের লড়াইয়ে তারা প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে, তা জানা যাবে কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে। মিরপুরে খুলনার বিপক্ষে চিটাগংয়ের লড়াই সন্ধ্যা সাড়ে ৬টায়।