২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ০২:০১:০৯ পূর্বাহ্ন
আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ মে ২০২৫) সকাল সাড়ে ১০ টার দিকে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।


সভায় (এপ্রিল ২০২৫) মাসের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। এতে রাজশাহী মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধের ঊর্ধ্বগতি, মাদকদ্রব্যের বিস্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।


এছাড়াও দেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় হয়। প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি তুলে ধরা হয় এবং মামলা নিষ্পত্তির গতি বাড়াতে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কার্যকর কৌশল ও কর্মপন্থা নির্ধারণ করা হয়।


সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম এবং সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এছাড়াও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন