০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৫:৫১:১৭ অপরাহ্ন
আর কতদিন খেলবেন, প্রশ্ন শুনে রেগে আগুন রোহিত
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
আর কতদিন খেলবেন, প্রশ্ন শুনে রেগে আগুন রোহিত

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েই নিয়েছেন রোহিত শর্মা। এখন খেলছেন শুধু ওয়ানডে আর টেস্টে। তবে  এই দুই ফরম্যাট থেকেও দ্রুতই অবসরের গুঞ্জন আছে রোহিতের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সে প্রসঙ্গে প্রশ্ন ধেয়ে গেল তার দিকে। সেটাই রীতিমতো রাগিয়ে দিল তাকে। বুধবার তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, তার পুরো মনোযোগ আপাতত এই মাসের ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই।


রোহিতের নেতৃত্বে ভারত সাম্প্রতিক সময়ে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হারায় এক দশকেরও বেশি সময় ধরে ধরে রাখা বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে। তবে ৩৭ বছর বয়সী এই তারকা স্পষ্ট করেছেন যে, দীর্ঘ সময় ধরে ফর্মের খরা চললেও তিনি এখনই টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ার শেষ করার বিষয়ে যে গুঞ্জন চলছে, তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। 


রোহিত সংবাদ সম্মেলনে বলেন, ’এখন যখন সামনে তিনটি ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা কেন প্রাসঙ্গিক হবে? এসব নিয়ে অনেক বছর ধরেই আলোচনা চলছে। আমি এখানে সেগুলো স্পষ্ট করার জন্য আসিনি। এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই তিনটি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর কী হবে, তা পরে দেখা যাবে।’


রোহিত এবার নেতৃত্বে ফিরছেন, যেখানে তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। 


ওয়ানডে ফরম্যাটে নিজের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন শুনে রোহিত কিছুটা বিরক্ত প্রতিক্রিয়া দেখান, বিশেষ করে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে, তিনি নিজের খেলায় কতটা আত্মবিশ্বাসী। 


’এটা কেমন প্রশ্ন? ফরম্যাট আলাদা, সময় আলাদা। একজন ক্রিকেটার হিসেবে আমরা জানি, উত্থান-পতন থাকবেই। আমি আমার ক্যারিয়ারে অনেক কিছু দেখেছি, তাই এটা আমার জন্য নতুন কিছু নয়।’


’প্রতিটি দিন নতুন, প্রতিটি সিরিজ নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তাই আমি শুধুমাত্র সামনে যা আছে, সেটাতেই মনোযোগ দিচ্ছি। অতীত নিয়ে ভাবার কিছু নেই। অনেক ভালো জিনিসও ঘটেছে। এখন যা আসছে, সেটাতে মনোযোগ দেওয়াই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি চাই সিরিজটা ভালোভাবে শুরু করতে, এরপর দেখা যাবে কী হয়।’


শেয়ার করুন