০৮ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার, ০৮:৫০:১৩ অপরাহ্ন
২৭ বছর পর দিল্লিতে সরকার গঠনের পথে বিজেপি
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৫
২৭ বছর পর দিল্লিতে সরকার গঠনের পথে বিজেপি

চলছে ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগণনা। রাজ্যের বর্তমান শাসকদল আম আদমি পার্টির হ্যাটট্রিক নাকি ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি, তার দিকে তাকিয়ে গোটা ভারত।  জল্পনার মাঝেই চলছে ভোটগণনা। তবে এখন পর্যন্ত যা ভোটের ফল, বুথ ফেরত জরিপে যা ইঙ্গিত ছিল তাই ঘটতে যাচ্ছে।


হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই মুহূর্তে জেপি নাড্ডা নেতৃত্বাধীন বিজেপি এগিয়ে ৪৩টি আসনে। আম আদমি পার্টি সেখানে মাত্র ২৭টিতে এগিয়ে। তার চেয়েও বড় ধাক্কা, ইতোমধ্যেই পরাজিত হয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।


শনিবার সকাল ৮টায় দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়েছে। আজ ফলাফল ঘোষণা করা হবে।


ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আশা করছে, তারা ২৭ বছর পর দিল্লিতে একটি সরকার গঠন করবে।


ভোটের ফল নিয়ে দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবের কটাক্ষ করে বলেছেন, ‘অরবিন্দ কেজরিওয়াল, অতিশী মার্লেনা এরা সকলেই দুর্নীতির মুখ। বিষাক্ত জল, ভাঙা রাস্তা, বেহাল নিকাশী ব্যবস্থা, যমুনা দূষণ এই সমস্তই কেজরিওয়ালের শাসনব্যবস্থার সাক্ষী। তাই দিল্লির মানুষ এদের খরচের খাতায় ফেলে দিয়েছেন’।


অন্যদিকে যথারীতি এবারও শূন্যহাতে লড়াই শেষ করার দিকে এগোচ্ছে কংগ্রেস। আর এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলছেন, ‘আমি জানি না। আমি এখনও ফলাফল দেখিনি’।


কংগ্রেস, যা ২০১৩ সাল পর্যন্ত শীলা দীক্ষিতের অধীনে তিনটি মেয়াদে রাজধানী শাসন করে, এবার তারা ঘুরে দাঁড়ানোর আশা করেছিল।  তবে এবারও তারা ভোটারদের মন জয় করতে পারেসি। সর্বশেষ ২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে দলটি কোনো আসন জিততে পারেনি।


শেয়ার করুন