বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত ৩টায় তাদেরকে আটক করে বিজিবি ৫৭ ব্যাটেলিয়ন।
আটকদের মধ্যে ১৪ শিশু, ৯ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার সদরের আমতলী আশ্রয়ণ প্রকল্প কার্যালয়ে অবস্থান নেয় রোহিঙ্গারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।
আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটকদের প্রয়োজনীয় খাবার-পানিয় দিয়ে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। সীমান্তপথে পুনরায় পুশব্যাক করা হবে তাদের। ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।