১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার, ০৮:৩৭:১৪ অপরাহ্ন
ভারতকে হারাতে হবে, পুরো দেশ তোমাদের পাশে আছে: পাক প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৫
ভারতকে হারাতে হবে, পুরো দেশ তোমাদের পাশে আছে: পাক প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগেই বেশ কয়েক দফা টেবিলের লড়াই সেরেছে ভারত-পাকিস্তান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই এই দুই দলের ম্যাচ ঘিরে এখনি লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনায় এবার ঘি ঢেলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।


ভারতের অনড় অবস্থানের মুখে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে পাকিস্তানের মাটিতে পা না রেখে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে ভারত। গ্রুপপর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। যেই ম্যাচে জবাবটা দিতে চায় পাকিস্তান। যা স্পষ্ট দেশটির প্রধানমন্ত্রীর কথাতেও।


শুক্রবার চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে সংস্কার কাজ শেষে লাহোর গাদ্দাফি স্টেডিয়াম উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর তখনই পাকিস্তান দলকে জানিয়ে দিয়েছেন তাদের আসল কাজ কী।


শেহবাজ শরীফ বলেন, ‘আমাদের দলটা খুবই ভালো। সাম্প্রতিক সময়ে তারা ভালোও করেছে। তবে আসল কাজটা শুধু চ্যাম্পিয়নস ট্রফি জয়ই নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুবাইয়ের ম্যাচে হারাতেও হবে। পুরো দেশ তোমাদের পাশে আছে।’


১৯৯৬ সালের পর প্রথমবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। আর সেই আয়োজনের পানি ঢেলে দিয়েছে ভারত। বিসিসিআইয়ের দাবির মুখে বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হাইব্রিড মডেলে আয়োজন সারতে হচ্ছে পাকিস্তানকে। স্বাভাবিকভাবেই এ নিয়ে ভারতের প্রতি ক্ষোভ আছে পাকিস্তানের। সেই ক্ষোভই মাঠের লড়াইয়ে উগরে দিতে বললেন পাকিস্তান প্রধানমন্ত্রী।


হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে পাকিস্তানের কিছুটা হতাশা থাকলেও আয়োজন দারুণভাবেই সারতে চায় দেশটি। শেহবাজ বলেন, ‘২৯ বছর পর বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজন করাটা আমাদের জন্য বড় ঘটনাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দল চ্যাম্পিয়নস ট্রফিতে জাতিকে গর্ব করার মতোই কিছু উপহার দেবে।’


শেয়ার করুন